আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন। আপনি যেহেতু এই ভিডিওতে ক্লিক করেছন। তাহলে আমি ধরে নিতেই পারি যে, আপনি অন লাইনে কোন একটা প্রডাক্ট নিয়ে ব্যাবসা করতে চাচ্ছেন। তাহলে আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন । আশা করি অনলাইন বিসনেস সম্পর্কে আপনার ব্যাসিক একটা আইডিয়া হয়ে যাবে।
তো সর্বপ্রথমেই আপনাকে ডিসাইড করতে হবে । আপনি ডিজিটাল প্রডাক্ট নিয়ে ব্যাবসা করবেন? নাকি ফিজিকাল প্রডাক্ট নিয়ে ব্যাবসা করবেন। যেহেতু আমি প্রথমেই উল্লেখ করেছি আপনার অনলাইন সম্পর্কে কোন আইডিয়া নেই । সেহেতু আমি ধরে নিচ্ছি আপনি ফিজিকাল প্রডাক্ট নিয়ে ব্যাবসা করবেন। এখন ফিজিকাল প্রডাক্ট নিয়ে আমাদের ব্যাবসা করতে গেলে। আমাদের কি কি জিনিস প্রয়জন হবে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তো শুরুতেই আমাদের ডিসাইড করতে হবে আমরা কোন ক্যাটাগড়ির প্রডাক্ট নিয়ে ব্যাবসা করবো । এই প্রডাক্টের ক্যাটাগরির উপর ভিত্তি করে । আমাদের একটি সুন্দর বিসনেস নাম সিলেক্ট করতে হবে । যে নামটি দিয়ে আমরা ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট ওপেন করবো। তো ধরে নিলাম আপনি আপনার বিসনেসের জন্য একটি নামা বা নিশ সিলেক্ট করেছেন। এখন এই নাম দিয়ে আমরা একটি ফেসবুক পেজ ওপেন করবো। আর আশা করি আমরা সবাই ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারি। আর যদি তা না পারি। তাহলে আমরা ইউটুবে গিয়ে সার্চ করবো How to create a professional Facebook page । তাহলে ইউটিউব আমাদেরকে অনেক গুলো ভিডিও সাজেস্ট করবে। সেখান থেকে দুই একটা ভিডিও ভালো করে দেখে নিলে। আশা করি আপনি একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। তো আমি ধরে নিলাম আপনি ব্যাবসায়ের নাম এবং সঠিক তথ্য দিয়ে একটি ফেসবুক পেজ ওপেন করেছেন। এখন আপনার প্রয়জন হবে একটি ফেসবুক এডস একাউন্ট। কারন আমরা যখন আমাদের ওয়েবসাইটে প্রডাক্ট আপলোড করবো। তখন এই প্রডাক্ট সেল করার জন্য আমাদের ফেসবুকে এডস রান করতে হবে। আর এই এডস রান করার জন্য আমাদের একটি ফেসবুক এডস একাউন্ট প্রয়জন। এখন যাহাদের ফেসবুক এডস একাউন্ট অলরেডি আছে। তাদের তো কোন সমস্যা নেই । আর যাহাদের ফেসবুক এডস একাউন্ট নাই। তাহারা একটি ফেসবুক এডস একাউন্ট ক্রিয়েট করে নিবো । যদি আমরা কেউ ফেসবুক এডস একাউন্ট ক্রিয়েট করতে না পারি । তাহলে আমরা আবার ইউটুবে গিয়ে সার্চ করবো How to create a Facebook Business Manager/ads account. তাহলে ইউটিউব আমাদের অনেক গুলো ভিডিও সাজেস্ট করবে সেখান থেকে একটা ভিডিও ভালো করে দেখে নিলে আশা করি আমরা বিসনেস ম্যানেজার একাউন্ট অথবা ফেসবুক এডস একাউন্ট ক্রিয়েট করতে পারবো। ধরে নিলাম আপনি একটি বিসনেস ম্যানেজার বা এডস একাউন্ট ক্রিয়েট করে নিয়েছেন।
আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। আর যদি আপনি এই ভিডিওতে আলোচনা করা যে কোন বিষয় বুঝতে না পারেন। তাহলে আপনি আমাকে whatsapp মেসেজ করতে পারেন। আমি আপনাকে গুগল মিটে নিয়ে উক্ত বিষয়টি বোঝানোর জন্য যথাসাধ্য চেস্টা করবো।
আর হোস্টিং হচ্ছে। আমরা যে ডোমেইন বা নাম কিনে নিলাম। এখনতো আমাদের দোকানের নাম হয়ে গেলো। এখন আমরা যে পণ্য গুলি দোকানে সাজিয়ে রাখবো তার জন্য কিছুটা জায়গা দরকার। এই জায়গাকেই অনলাইনে হোস্টিং বলা হয়। তাহলে আপনি গুগলে গিয়ে নেইম চিপ, হোস্টিংগার বা যে কোন সাইট থেকে আপনি ডোমেইন আর হোস্টিং কিনে নিবেন। যদি আপনি ডোমেইন হোস্টিং কেনার বিষয়টি না বুঝতে পারেন। তাহলে ইউটুব থেকে একটি ভিডিও দেখে ডোমেইন হোস্টিং কিনে নেবেন।
তো আমি ধরে নিলাম আপনি ডোমেইন আর হোস্টিং কিনে নিয়েছেন। এখন ওয়েবসাইটের জন্য আপনার কিছু টেকনিকালি কজ করতে হবে। যেমন ধরুন প্রথমে আপনার ডোমেইনের সাথে হোস্টিং এর কানেক্ট করতে হবে। এটি আপনি ক্লাউডফেয়ার এর মাধ্যমে খুব সহজে করে নিতে পারবেন। আর ওয়েবসাইটের লোগো ব্যানার পোস্ট ইত্যাদি ইমেজ গুলো আপনি ক্যানভা ব্যাবহার খুব সহজেই তৈরি করে নিতে পারবেন।এবং ফুটার সেকশন আপনি ইলেমেন্টর দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন। আর চেকআউট অপশোনটা কার্টফ্লো দিয়ে কাস্টোমাইজ করে নিতে পারবেন।
তো এখন আমাদের ফেসবুক পেজ, এডস একাউন্ট, ওয়েবসাইট সবই রেডি গেলো। এখন আমরা যে প্রডাক্ট গুলি সেল করবো তা কাস্টমার এর হাতে পৌছে দেয়ার জন্য দরকার একটি কুরিয়ার সার্ভিস। তার জন্য আমরা গুগলে সার্স করে ভালো একটা কুরিয়ার সার্ভিসের সাথে ডিল করে নিবো।
তো বন্ধুরা এই ভিডওতে যদি কোন বিষয় আলোচনা করা হয়নি। এমনটা যদি আপনার কাছে মনে হয়। তাহলে বিষয়টি আপনি কমেন্টে লিখে যাবেন। পরবর্তি ভিডিওতে উক্ত বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আর আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে আগ্রহি হন। তাহলে আমার এই @vipinfo চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।
0 Comments